চট্টগ্রামের বোয়াল খালীতে অভিমান করে ঘর থেকে বের হন ফারজানা আক্তার সুমি (২০)। এরপর তিনি কালুরঘাটে ফেরি থেকে মাথা ঘুরে পড়ে যান কর্ণফুলী নদীতে। স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যায় এই নারী।
সুমি বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাটের মো. রবিউল হোসেনের স্ত্রী। এক বছর সাত মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মো. রবিউল পেশায় একজন ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কালুরঘাটে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সুমি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।
সুমির স্বামী মো. রবিউল হোসেন বলেন, সুমি একসপ্তাহ আগে হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকার তার বাবার বাড়িতে গিয়েছিল। তার বাবার সাথে কথাকাটির এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিমান করে বোয়ালখালীতে আসার জন্য কালুরঘাটে ফেরি পার হন। তবে বাবার বাড়ির লোকজন দুশ্চিন্তা করবে ভেবে মাঝ পথে আবারও ফিরে যাওয়ার সময় ফেরিতে উঠে সে। এসময় মাথা ঘুরে নদীতে পড়ে যায় সুমি। তাকে ফেরিতে থাকা লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫