ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের নন্দীগ্রামে গত সোমবার ভয়াবাহ অগ্নিকাÐে দুটি পরিবারের পাঁচটি ঘর , ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকাসহ সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অসহায় দুই পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছেন পল্লী ডাক্তার রফিকুল ইসলাম।
জানা যায়, নন্দীগ্রামের হত দরিদ্র দুধ বিক্রেতা সকেন চন্দ্র ও কৃষক শহীদুল ইসলামের বাড়িতে গত সোমবার দুপুরে হঠাৎ করে আগুন লেগে দুই পরিবারের পাঁচটি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায় সেই সাথে সকেন চন্দ্রের ঘরে জমি কেনা নগদ প্রায় দুই লাখ টাকাসহ সব কিছু পুড়ে যায়।এতে পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়।
এই দুই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পল্লী ডাক্তার রফিকুল ইসলাম। তিনি বৃহস্পতিবার বিকেলেনিজ উদ্যোগে নন্দীগ্রামে গিয়ে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল,আটা,লবণ, তেলসহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন। ডাক্তার রফিকুল ইসলাম তাদের সাথে কুশল বিনিময় করেন। সব ধারণের সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha