দৌলতপুর উপজেলার একটি আসনে বিভক্ত। কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থীই স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। তিনি বর্তমান সংসদ সদস্য। এই সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভোট পেয়েছিলেন, এবার এর ধারেকাছেও নেই।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আ ক ম সরওয়ার জাহান বাদশাহ । তিনি বর্তমান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
তবে একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি এলাকায় তেমন থাকতেন না। সংসদ সদস্য হওয়ার পর এলাকামুখী হন। এলাকায় থাকলেও বেশির ভাগ নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কম। তিনি এলাকায় নিজস্ব একটা বলয় তৈরি করেছিলেন। নানা কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে যান। এবারের নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েছেন সরওয়ার জাহান বাদশাহ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ৬৭৫ ভোট পেলেও সরওয়ার জাহান বাদশাহ এবার পেয়েছেন ৪৮ হাজার ৯৬১ ভোট। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতীকে ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের নাজমূল হক (পটল) পেয়েছেন ৫৩ হাজার ১০৫ ভোট ।
দলীয় কয়েকজন নেতা-কর্মীরা দৈনিক সময়ের প্রত্যাশা কে জানান, নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার ঘাটতিতেই তার এমন ভরাডুবি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha