এঘটনায় আহত বরকত আলী মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহ আলম মোল্লা (৪০) সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বর্ণনা ও বাদী বরকত মোল্লার সাথে আলাপ করে জানা যায়, ১নং আসামি শাহ আলম মোল্লার বোন ববিতা বেগমের সঙ্গে বাদীর বড় ভাই রহমত মোল্লার সাথে টাকা পয়সার লেনদেন থাকার সূত্রে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর দুপুরে ববিতা বেগম তার ভাই শাহ আলম মোল্লা সহ তাদের ভাড়া করা মাস্তান বাহিনী নিয়ে মাস্টার পাড়া ইমদাদুলের মোড় এলাকায় বরকতের বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দেয়। এসময় বরকত মোল্লা প্রতিবাদ করলে শাহ আলম মোল্লার নির্দেশে অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বরকতের ওপর এলোপাথাড়ি হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে হামলা কারিরা একটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা সিনিয়ে নেয়।
মামলার বাদী ও ভিকটিম মোঃ বরকত আলী মোল্লা সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্যের মাধ্যমে অভিযোগ করে বলেন, ববিতা বেগম একজন নষ্ট মহিলা, তার স্বামী সন্তান থাকার পরেও সে বিভিন্ন পুরুষ ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ওই পুরুষকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেয়। সে আমার বড় ভাই রহমত মোল্লার সাথেও তাই করেছে। আমার ভাইয়ের টাকায় দীর্ঘদিন সংসার চালিয়েছেন, মাল্টিপারপাস ব্যবসাটাও চুষে খেয়েছে। এখন উল্টো টাকা পাওয়ার নাটক সাজিয়েছে।
এবিষয়ে মামলার আসামি শাহ আলম মোল্লা ও বোন ববিতা বেগম মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।