গত রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাতে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে নাট্যকার, নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করেবাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার(৮ জানুয়ারী) আহতের ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে এ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি নাট্যকার,নির্মাতা। এই কাজে ইতি মধ্যেই নাট্যকার,নির্মাতা হিসেবে জনপ্রিয় হয়েছেন।
ফিরোজ আহম্মেদ শিমুল সরকার জানান, ভোট উপলক্ষে গত ২ জানুয়ারী নিজ বাড়িতে আসেন।রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাত ৯টার দিকে সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে বসে চা খাচ্ছিলেন তিনি ।
এ সময় লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ আরো ৫/৬ জনের একটি দল লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ফরহাদ হোসেন জানান,পরেউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ব শত্রæতার জের হিসেবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি । এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওযা যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha