আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৯, ২০২৪, ৬:০৯ পি.এম
ঘন কুয়াশায় দৌলতদিয়া- পাটুরিয়া নৌ রুটে তিন ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, তীব্র ঘন কুয়াশার কারনে ভোর ৬ ঘটিকা হতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদীতে থাকা মার্কার, বিকনো বাতি ও চরগুলোর কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। ৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ সময় তীব্র শীত ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন সাধারন যাত্রী, পরিবহন শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকারগামী ট্রাক চালক হেলাল শেখ জানান, তারা কুয়াশার কারনে রাতে দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়েন।
বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দানিয়েল জানান, ঘন কুয়াশায় তিন ঘন্টা ফেরি বন্ধ থাকার পর সকাল ৯ ঘটিকায় সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়। নৌরুটে ৯টি বড় ও ৭ টি ছোট মিলিয়ে মোট ১৬টি ফেরি চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha