বাঘায় বোন জামাইয়ের লাঠিপেটায় একজন নিহত হয়েছে। সোমবার (৮-০১-২০২৪) সকাল ১১টায় কদম গাছ কাটার বিরোধে, বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকলেচুর রহমান ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর ছেলে।
জানা যায়, মৃত হায়দার আলীর রেখে যাওয়া জমি তার ছেলে মেয়েরা ভাগ বাটোয়রা করে নেন। সেই জমির সীমানায় কদম গাছ নিয়ে মোকলেচুর রহমানের সাথে বোন জামাই কামাল হোসেনের বিরোধ চলছিল।
সোমবার সকালে সেই কদম গাছ কাটেন কামাল হোসেন। নিহতের ছেলে সাগর হোসেন জানান,আমি ও আমার বাবা মকলেচুর রহমান গাছ কাটতে বাঁধা দিলে, কামাল হোসেন,তার স্ত্রী লাভলী বেগম, ছেলে লিজার হোসেন কদমের ডাল ও ইট দিয়ে বুকে পিঠে এলোপাথাড়ি মারধর করে তার বাবাকে। রক্ষা করতে গেলে নিজ্রে মারধরের স্বীকার হয়েছেন। গুরুতর অবস্থায় বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সাগর হোসেন জানান,কামাল হোসেন নিজের অংশের জমি বিক্রি করে দিয়ে মূলতঃ তার স্ত্রীর বোন বিউটি বেগমের জমি দেখভাল করতো। সেই জমির সীমানায় থাকা কদম গাছ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
মৃত্যুর খবর পেয়ে সটকে পড়েন কামাল হোসেন ও তার ছেলে লিজার হোসেন । তবে লাভলী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘা থানার সহকারি পরিদর্শক এসআই সাইদুল ইসলাম জানান, কামাল হোসেনের স্ত্রী লাভলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।