চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই আবারো নৌকার বিজয় হয়েছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে তিনটি আসনের ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত চিঠিতে তিন আসনের প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা) ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক) ৭২ হাজার ৭০৯ ভোট পেয়ে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মু. জিয়াউর রহমান (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর প্রতিদ্বন্দ্বিতা ছিলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ (নৌকা) ৯১ হাজার ৬০৩ ভোট পায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন (নোঙর) ৮ হাজার ৫৪৩ ভোট।
জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন, মহিলা ভোটার হচ্ছেন ৬ লাখ ৬৭ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ জন ভোটার। নির্বাচনে সংসদীয় ৩টি আসনে লড়েছেন ১৬ জন প্রার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha