দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারি ভাবে মাগুরার দুইটি আসনে নৌকা প্রতিকের প্রার্থী সাকিব আল হাসান ও বীরেন শিকদার বিজয়ী হয়েছে। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়। কুয়াশা এবং শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
এসময় ভোটারদের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহন শেষে ভোট গননার পর প্রাপ্ত ফলাফলে মাগুরা ১ ( মাগুরা সদর - শ্রীপুর) আসনে নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের প্রার্থী মো: রেজাউল ইসলাম ৫ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন। মাগুরার ১ আসনে বিভিন্ন দলের মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।
মাগুরা ২ আসনে নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন সিকদার এমপি, লাঙ্গল, একতারা, ডাব, সোনালী আশ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানসহ মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ।
অন্যদিকে মাগুরা ২ ( শালিখা - মহম্মপুর) আসনে নৌকার প্রার্থী শ্রী বীরেন শিকদার ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে লাঙ্গল প্রতিকের মো: মুরাদ আলী ১৩ হাজার ২৮৭ ভোট পেয়েছেন।
মাগুরার দুইটি আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ৮৭ হাজার ৯২০ জন। মাগুরা সদরসহ জেলার ৪ টি উপজেলার ২৯৫ টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha