আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২৪, ৬:২২ পি.এম
খোকসায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

কুষ্টিয়ার খোকসায় রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫০ টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খোকসায় ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে ১ লক্ষ ১৩ হাজার ৯৫৩ জন ভোটার। উপজেলা খোকসা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলার ৫০টি কেন্দ্রের ২৭৭ টি কক্ষে ১ লক্ষ ১৩ হাজার ৯৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ ও ৫৬ হাজার ৬৩৩ জন নারী ভোটার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ কুষ্টিয়ার -৪ আসনে মোট জন ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় রাজনৈতিক ও পর্যবেক্ষকদের মত অনুসারে প্রতিদ্বন্দ্বিত হবে বর্তমান এমপি নৌকায় প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জজ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুর রউফ ট্রাক মার্কা। বাকি প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে সীমাবদ্ধ দেখা গেছে।
খোকসা উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা জানান অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ করতে এরই মাঝে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার কারণে নির্বাচন কমিশনের নির্দেশনায় আজ রবিবার সকালে নির্বাচনী ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে প্রতিটা ভোট কেন্দ্রে।
অবাদ শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পলিং অফিসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২ জন পুলিশ ৮ জন আনসার সদস্য।
এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজেপি ও র্যাব পুলিশসহ স্টাইকিং ফোর্স হিসাবে সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণে থাকবে। ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী সংসদীয় আসন এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫৯৭ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৭৩৪ জন, নারী ভোটার রয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৮৬১ জন । এছাড়াও দুইজন হিজড়া ভোটার রয়েছে। সব মিলে অবাক, সুষ্ঠু, নিরপেক্ষ,শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha