আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২৪, ৭:৩৩ পি.এম
ভোট কেন্দ্রের ম্যাপ সরবরাহ করে প্রশংসায় ভাসছে গোপালগঞ্জ এলজিইডি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জ কর্তৃক নির্বাচনী ভোট কেন্দ্র সম্বলিত ম্যাপ অক্ষাংশ- দ্রাঘিমাংশসহ প্রকাশ করেছে। পাশাপাশি এই ম্যাপগুলো চাহিদা মোতাবেক গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, র্যাব-৬, ডিজিএফআই, বিজিবি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বাহিনীকে সফট কপি এবং হার্ডকপি সরবরাহ করেছে।
এলজিইডি গোপালগঞ্জ কর্তৃক এই ম্যাপগুলো প্রদানকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, র্যাব-৬ এর অধিনায়ক, আনসার ভিডিপির জেলা পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য অফিস প্রধানগণ এলজিইডি গোপালগঞ্জের ভূয়শী প্রশংসা করেন। ম্যআপ গ্ৰহণ করা কর্মকর্তাগণ সরকারি কাজে এলজিইডি গোপালগঞ্জের যে কর্তব্য নিষ্ঠা, আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিগত দিনের মতো সামনের দিনেও অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ এহসানুল হক সকলের সাধুবাদ গ্রহণ করেন এবং সামনের দিনেও সরকারি কাজে যেকোনো ধরনের পরামর্শ এবং অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha