কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সংগ্রহের সময় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন দেশের বাণী সাংবাদিক ইবাদত আলী।ইবাদত আলী দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের তজির আলীর ছেলে। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দেশের বাণী পত্রিকার দৌলতপুর উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়াও তিনি আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্য।
(৪ জানুয়ারী ২০২৪) রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার একটি অভিযানিক টিম অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারি আটক করে। সেই তথ্য পেয়ে সাংবাদিক ইবাদত আলী ঘটনা স্থলে তথ্য সংগ্রহ করতে যায়। সেখানে গিয়ে সে তথ্য সংগ্রহ করার পর ঘটনা স্থানে ভিডিও ও ছবি সংগ্রহ করে।
সেই সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তার উপর চওড়াও হয় এবং তার ধারনকৃত ভিডিও ও ছবি নষ্ট করার জন্য তার সাথে হাতাহাতি করে একপর্যায়ে সে না দেওয়ায় তারপর ১০ – ১৫ জন এলোপাতাড়ি মারধর করে। তার কাছে থাকা মানিব্যাগ নগদ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় এবং তার আর একটি ব্যবহৃত স্মার্ট ফোন ভেঙে ফেলে।
এলাকাবাসীর সহযোগিতা তাকে তাদের লোকজন উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেন।
দৌলতপুর থানার মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম দৈনিক সময়ের আলো কে বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha