আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৪, ২০২৪, ৮:২৩ পি.এম
সাকিবের নির্বাচনী প্রচারনায় মাগুরায় মাশরাফি সহ এক ঝাঁক তারকা ক্রিকেটার

মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন মাশরাফি বিন মর্তুজা, সোম্য সরকার, রনি তালুকদার, আবু হায়দার রনি সহ এক ঝাক তারকা ক্রিকেটার। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নড়াইল থেকে মাগুরায় পৌছান মাশরাফি।
জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থানরত সাকিব আল হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের পর বেলা ১ টার দিকে সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটারদের সাথে নিয়ে ছাদ খোলা জিপে করে শহরের প্রধান প্রধান সড়ক ও ওলিগলিতে প্রচার প্রচারনায় অংশ নেন।
এ সময় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় একঝাক তারকা ক্রিকেটার কে দেখতে শহরের রাস্তায় ভীড় পড়ে যায়। নিজের প্রচার রেখে সাকিবের প্রচারে এসেছে কেন এবং এই সময় আপনার প্রচারে কোন ক্ষতি হবে কিনা মাশরাফিকে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, সাকিব আমার সহ খেলোয়াড়। ও রাজনীতিতে নতুন এসেছে তাই ওকে উৎসাহ দিতে মাগুরায় এসেছি। আর মাত্র ২-৩ ঘন্টার জন্য আমার প্রচারণায় তেমন কোন ক্ষতি হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha