ফরিদপুরের সালথা উপজেলায় গত ৫ই এপ্রিল গুজব ছড়িয়ে তান্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করলেন ঢাকা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ মোখতার আহমেদ। বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) বেলা ১০ টার দিকে তিনি এসব স্থাপনা ঘুরে দেখেন।
এসময় আরও উপসিস্থত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার ভূমি মারুফা সুলতানা খান হীরামনি।
এসময় ঢাকা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোঃ মোখতার আহমেদ ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, ক্ষতিগ্রস্থ অবকাঠামো যাতে দ্রুত ঠিক করা যায় তার বরাদ্দ প্রাপ্তির জন্য সুপারিশ করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।