ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক কমিটিতে নিজের নাম থাকায় কামরুজ্জামান মাসউদ নামের এক শিক্ষক আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের করে এমনটাই দাবি করেছেন প্রধান শিক্ষক মাসউদ।
লিখিত বক্তব্যে কামরুজ্জামান মাসউদ বলেন, আলফাডাঙ্গা উপজেলার সদরে অর্ণিবাণ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমি। ২০০১ সাল থেকে উক্ত বিদ্যায়টি পরিচালনা করে আসচ্ছি আমি। কিছুদিন আগে জানতে পারলাম বিএনপির সাবেক উপজেলা কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার নাম রয়েছে। উক্ত কমিটির ব্যাপারে কিছুই জানি না।
মনে করছি আমার নাম ষড়যন্ত্রমূলক ভাবে দেওয়া হয়েছে। আমি কখনো বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার পরিবার আওয়ামী পরিবার। আমার আপন ছোট ভাই শাহরিয়া নাজিম শাওন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের হাজী মহাসীন হল ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ও ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করতে চাই।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় এ সংসাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha