আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৯, ২০২১, ৫:২১ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জনগণ।
আজ সকাল সাড়ে ১০টায় ভবানীপুরের খরেলার বিলের ধারে স্থানীয় তিন শতাধিক মানুষ এ নামাজ আদায় করেন।
নামাজের ইমাম জুবায়ের বলেন, মানুষ, জীব-জন্তু, পশু-পাখি অনাবৃষ্টি ও অতি খড়ায় পড়েছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে ইসতিসকার নামাজ আদায় করেছি।
তিনি আরও বলেন, বৃষ্টির জন্য আগামী শুক্রবার (৩০ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন তারা এ নামাজ আদায় করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha