আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২, ২০২৪, ৭:১১ পি.এম
মাগুরায় সিএসএস এনজিও’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের ১৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ জানুয়ারি সকাল ৯ টার সময় মাগুরা এমসিইটি কলেজ, স্টেডিয়াম গেইট, সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম রাজবাড়ি জোন এর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ অঞ্চল রিজিওনাল ম্যানেজার নরহরি হালদার ও সঞ্চালনায় মাগুরা ব্রাঞ্চ সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসর সেনাবাহিনীর অফিসার মুস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ি জোন অডিট এ্যান্ড কমপ্লায়ান্স অফিসার মোঃ ইসরাফিল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মাগুরা মোঃ সবুজ হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবার আওতায় ছিলো এমএফপি উপকার ভোগী মা ও শিশু এবং সেবা সমূহ ছিলো হেলথ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান। রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ শারলিনা আক্তার (এমবিবিএস) ও প্রেসার নির্ণয় করেন, শিউলি শবনম মুস্তারী এসএসএন সিনিয়র স্টাফ নার্স, শাহিনা পারভীন এএন সিনিয়র এ্যাসিসট্যান্ট নার্স।
প্রধান অতিথি মুস্তাক আহম্মেদ বলেন, সিএসএস এনজিও খুব ভালো কাজ করে যাচ্ছে মাগুরায় ও সভাপতি নরহরি হালদার বলেন, সিএসএস ১৯৭২ সাল থেকে সারা বাংলাদেশে দক্ষতার সাথে বিভিন্ন রকমের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, মাঠ পর্যায়ে ট্রেনিং এর মাধ্যমে কর্মী ও এনজিও সদস্যদের দক্ষতা করার কাজ করে যাচ্ছে সিএসএস। তিনি আরও জানান রেভারেন্ড পল মুন্সীর ২০২৪ সালে ১৬ তম মৃত্যু বার্ষিকীর দিন ২ জানুয়ারি। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগী দেখেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সেফা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha