আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করে গনসংযোগের পাশাপাশি পথসভা করেছেন। মঙ্গলবার (০২-০১-২০২৪) তার সমর্থিত লোকজন নিয়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন ।
পথসভায় কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহŸান জানিয়ে রাহেনুল হক বলেন, শুধু এবার নয়, আগামীতেও বাঘা-চারঘাটের মানুষ এমপি হতে পারে, এবার আমরা সেই পরিবর্তনে নেমেছি। তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে ভালবাসার মাধ্যমে কাঁচি প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ তৈরি করে দিবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী বলেন, ঐক্যদ্ধ থেকে বাঘা-চারঘাটের মানুষ নের্তৃত্ব দিক, সেই লক্ষ্য নিয়ে ভোটের মাঠে নেমেছি। সেই মূল্যায়ন হবে আপনাদের ভোট প্রদানের মাধ্যমে। পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, কাঁচি প্রতীকে ভোট দিলে ছগিরা কবিরা গোনাহ হবে না।
জানা যায়, এ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রয়েছেন-উপজেলা আ’লীগের সভাপতি ও আ’লীগের দলীয় প্রার্থী, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha