কুষ্টিয়ার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাত বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে এমপির ছেলে সৈয়দ কামরুল আরিফিন বলেন, আমি তখন ঘুমিয়েছিলাম, শব্দ পেয়ে আমার ঘুম ভাঙ্গে। ধোঁয়া উঠতে দেখে স্পটে গিয়ে ছবি তুলি এবং প্রশাসনকে জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, ওসি মোস্তফা হাবিবুল্লাহসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha