আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৪, ৭:৫২ পি.এম
খোকসা বই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করেন ইউএনও ইরুফা সুলতানা

কুষ্টিয়ার খোকসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৪ এর অংশ হিসাবে খোকসা উপজেলায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তশর প্রধান শিক্ষক আইভিন আর, সিনিয়র শিক্ষক সুব্রত বিশ্বাস, আব্দুল কুদ্দুস, আবুল বাশার প্রমুখ। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন বর্তমান সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া এটা প্রশংসার দাবি রাখে। এই জাতীয় সাহসী পদক্ষেপ শুধুমাত্র বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার বিশেষ ভূমিকা রাখবে এ ব্যাপারে তিনি শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীর সবার এগিয়ে আসার আহ্বান জানান। এরপরে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বই বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শরীফুজ্জামান বিল্লু, অন্যান্য শিক্ষক মন্ডলী। এরপর বেলা ১২ টায় উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।
এরপরে বেলা ১ টায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস বিভিন্ন বিদ্যালয় বিনামূল্যে বই বিতরণ করেন। দুপুর ১২ টায় বই উৎসবে অংশ হিসাবে চকহরিপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খানম।
এবারে খোকসা উপজেলায় প্রাথমিক লেভেলে বই বিতরণ করা হয় প্রায় ৯৬ হাজার। মাধ্যমিক বিদ্যালয় প্রায় সাড়ে ৮৬ হাজার বই বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha