আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৪, ৭:২৯ পি.এম
রায়পুরায় নৌকার সমর্থকরা ঈগলের উপর হামলা

নরসিংদী রায়পুরায় নৌকার সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকরা। এ সময় হামলাকারীরা মেরে কয়েকজনকে রক্তাক্ত করে ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
জানা যায়, রায়পুরায় নৌকা নিয়ে নির্বাচন করছেন সাবেক ছয়বারের সংসদ সদস্য রাজউদ্দিন আহমেদ রাজু। অন্যদিকে তার বিপরীতে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারই একসময় রাজনৈতিক সহচর সাবেক রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও রায়পুরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
আজ (১ জানুয়ারি) ডৌকারচর ইউনিয়নে উঠান বৈঠক করতে উপস্থিত হয় মিজানুর রহমানের অনুসারীরা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় রাজউদ্দিন আহমেদ রাজুর সমর্থকরা। তারা তখন হামলা করে তিনজনকে রক্তাক্ত আহত করে এবং ১৫০ টি চেয়ার ভাঙচুর করে।
এ বিষয়ে কথা হয় রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারের সাথে। তিনি জানান, প্রশাসনকে না জানিয়ে তারা মিটিং করছিল, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha