আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৪, ৪:২৬ পি.এম
নড়াইলের লোহাগড়ার ঝিকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

নড়াইলের লোহাগড়া উপজেলার ৪২নং ঝিকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ ১জানুয়ারি ২০২৪ (সোমবার) ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো:নাজমুল হাসান এর সভাপতিত্বে এ বই বিতরণী অনুষ্ঠান পরিচালিত হয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিশ্রুতি "বছরের প্রথম দিনে বই বিতরণ" বাস্তবায় করতে পেরে আমরা খুশি।
বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকগণ নতুন বই পেয়ে খুব খুশি। অনেক অভিভাবক বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পেলে আমাদের বাচ্চারা সময় মত সিলেবাস অনুসারে সমস্ত বই শেষ করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি বছরের প্রথম দিনে তিনি যেন আমাদের বাচ্চাদের হাতে বই তুলে দেন।
এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য শেখ কামাল, আওয়ামী লীগ নেতা ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: ঠান্ডু মোল্লা, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সেকেন্দার আলী, ম্যানেজিং কমিটির দাতা সদস্য মনিরুল ইসলাম মল্লিক, মো: রেজাউল শেখ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha