আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩১, ২০২৩, ১:৪২ পি.এম
হাতিয়ায় নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যাপক উপস্থিতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী দ্বীপ উপজলার হাতিয়ার নিঝুমদ্বীপে চলছে ব্যাপক প্রচারণা। নৌকা প্রতীক প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে প্রতিদিন দ্বীপটির ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পথসভা ও উঠান বৈঠক। এসব কর্মসূচীতে নারীদর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার সকালে নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিনাজ উদ্দিনর মদিনা গ্রাম ও আদর্শ গ্রামর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠক নারীদর উপস্থিত সবার নজর কেড়েছে।
মদিনা গ্রাম ও আদর্শগ্রাম অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সারোওয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি এনায়ত হাসোন , ছাত্রলীগ সভাপতি মো: সুমন সহ অনেকে । এ সময় নিঝুমদ্বীপর বিভিন ওয়ার্ড থেকে প্রায় ৫শতাধিক নারী উপস্থিতি ছিলন।
এ ব্যাপারে নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, নিঝুমদ্বীপ অধিকাংশ পুরুষ নদীতে মাছ ধরায় ও কেউ কেউ ইটভাটায় শ্রমিক হিসাব কাজ করছেন। এজন্য নারীদর উপস্থিতি নিশ্চিত করে এই উঠান বৈঠক করা হয়েছে। এখান নারীদর বসার জন্য ভিন্ন ভিন্ন ব্যাবস্থা করা হয়েছে। আবার নারীরা তাদের সমস্যার কথা তুলে ধরছেন। নারীদর উপস্থিতি নিশ্চিত করার জন্য সকাল বেলায় এই উঠান বৈঠক করা হয়েছ।
উল্লেখ্য, আসনটিতে নির্বাচন প্রতিদ্বদ্বীতা করেছেন নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ আলী, লাঙ্গল প্রতীক নিয় জাতীয় পার্টির প্রার্থী মুশফিকুর রহমান ও ছড়ি প্রতীক নিয় মুক্তিজাটর প্রার্থী মোহাম্মদ মোজাম্মল হক। আগামি ৭জানুয়ারি আসনটির ৯৬টি কেদ্র ভৌট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha