ঢাকার নবাবগঞ্জের বান্দুরাবাজার বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বাস পুড়ে গেছে। আগুনে আশপাশের ১৫টি দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বান্দুরাবাজার বাসস্ট্যান্ডের পেছনে ইছামতী নদীর পাড়ে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত। পরে সেই আগুন পাশের একটি তেলের দোকানে লাগলে আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাসস্ট্যান্ডে রাখা এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে যায়। পুড়ে যায় আশপাশের কয়েকটি দোকানও।
তবে নাম প্রকাশ না করার শর্তে এন মল্লিক পরিবহনের এক কর্মচারী গণমাধ্যমকে বলেন, ‘সম্ভবত তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। সেই দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আগুনের ফুলকি আমাদের বাসে পড়লে আগুন ধরে যায়।’
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ও সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সকালে ওই এলাকায় একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কয়েকটি দোকানে ও বাসে আগুন ছড়িয়ে পড়ে। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস ও আশপাশের কয়েকটি দোকান আগুনে পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha