ফরিদপুরের সালথায় ফসলী জমি থেকে মাটি উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
ভূমি আইন অমান্য করে ফসলী জমি থেকে মাটি উত্তোলন করায় মো: হুমায়ূন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সালথা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল গ্রামে এক ব্যক্তি ফসলী জমি থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করায় মো: হুমায়ূন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111