ফরিদপুরের মধুখালীতে পাওনা টাকা চাওয়ায় বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার উপর টোপ শাহিনের হমলার প্রতিবাদে আড়পাড়া ইউনিয়ন বাসীর আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বুধবার বেলা সাড়ে ৩টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোলপ্লাজা এলাকার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে মানবন্ধন বিক্ষোভে বক্তব্য রখেন বীরমুুক্তিযোদ্ধা শেখ আঃ বারেক, আঃ সালাম মন্ডল, পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হিটলার শেখ, স্থানীয় মোঃ হুমাউন কবির ও মো.সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল টোলপ্লাজা এলাক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ হয় ।
উল্লেখ, উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার শারিরীক প্রতিবন্ধি ছেলে মোঃ খোকন মোল্যা (৪০) ক্ষুদ্র মুদি ব্যবসায়ী । খোকনের দোকান থেকে টোপ শাহিন নিয়মিত বাকী ও নগদে পন্য ক্রয় করতেন।
২৬ এপ্রিল সোমবার বিকেলে শাহিনের কাছে বাকীর টাকা চাইলে সে উত্তেজিত হয়ে দোকানের মালামাল ভাংচুর বা তজনজ করে । খোকন শারিরীক প্রতিবন্ধি হওয়ায় কোন প্রতিবাদ করতে পারে নাই । দোকান ভাংচুরের সংবাদ জানতে পেরে বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা শাহিনীরে বাড়ীতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে উত্তেজিত হয়ে অমানুষিক ভাবে মারধর করে ।
তার শোর চিৎকারে বীরমুক্তিযোদ্ধার পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে। বীরমুক্তিযোদ্ধার ছেলের বৌ রহিমা এগিয়ে গেলে তাকে শ্লিলতাহানী করে এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং শারিরীক জখম করে।
বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা গুরুতর আহত হলে রাতেই তাকে চিকিৎসার জন্য মধুখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তিনি চিকিৎসাধীন আছেন। বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা বাদী হয়ে রাতে মধুখালী থানায় অভিযোগ দায়ের করেন।
মধুখালী থানা পুলিশ রাতেই ঘটানার প্রধান অভিযুক্ত আসামী টোপ শাহিনকে মধুখালী সদর হাসপাতাল থেকে আটক করে। শাহিনের সহযোগিরা হলো মুন্সী শেখ, রিবা বেগমা, মোঃ হৃদয় শেখ, অন্তর শেখ ও নবেলা বেগমসহ প্রমুখ। টোপ শাহিন বর্তমানে জেল হাজতে আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha