আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ১:৪৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:৫৮ পি.এম
মাগুরায় ২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ফোর্স মোতায়েন
সারাদেশে ২৬৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স আজকে থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠে নেমেছে।
"শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" এই স্লোগানকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগিয়ে চলছে দূর্বার গতিতে। এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৬৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মাঠে নেমেছে। নির্বাচনে সাধারণ জনগন যাতে করে অবাধ, সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে এজন্য শুক্রবার ২৯ ডিসেম্বর হতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এরই অংশবিশেষ আজ মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম এর নির্দেশনায় মাগুরা জেলার ৪ টি উপজেলায় ৮ টি সেকশনে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য স্ট্রাইকিং ফোর্স সচেষ্ট রয়েছে। এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কর্মকর্তা টিপু সুলতান গাজীর সাথে কথা বলে জানা যায়, এবার আনসার বাহিনী যেকোনো সময়ের তুলনায় অনেক সক্রিয়। সাদা পোশাকেও বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করছে। যাতে করে প্রত্যেকটি আইনশৃঙ্খলার অবনতি না হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লক্ষ ২৫ হাজার সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য ইতোমধ্যে ১৫ হাজার সদস্য সারাদেশের রেললাইনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যেকারনে জনগন নির্বিঘ্নে রেলে ভ্রমণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha