আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৬:৩৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:৪৭ পি.এম
মাগুরা-২ আসন শালিখা-মহম্মদপুর প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার
আসন্ন দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরা-২ সংসদীয় আসন বেশ সরঘরম। এ আসন তথা শালিখা-মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সবেক যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার ফের দলের মনোনীত নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা বেশ উৎফুল্ল।
নেতাকর্মীরা চার বারের সফল (এমপি) ড.শ্রী বীরেন শিকদারকে পঞ্চম বারের মতো ফের সংসদ সদস্য নির্বাচিত করতে প্রতিটি ওয়ার্ড, মহল্লায় সব ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও এ আসনে আরো পাঁচজন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নৌকার সাথে প্রতিযোগীতার লড়াইয়ে রয়েছে মাঠে দলটি জরিফে নৌকার প্রার্থীই প্রচারণায় ও জনসমর্থনে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন।
মাগুরা জেলার ২টি সংসদীয় আসনের মধ্যে মাগুরা-২ আসনটি শালিখা-মহম্মদপুর উপজেলা ও মাগুরা সদরের চার ইউনিয়ন নিয়ে গঠিত। মাগুরা-২ আসনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে সবার কাছে পরিচিত।কারণ মাগুরার মধ্যে শালিখা-মহম্মপুর উপজেলা এখনও গ্রাম অঞ্চল। বিশেষ করে এ আসনটিতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে জুট মিল সহ একাধিক প্লাইউড ফ্যাক্টরি ও কলকারখানা শিল্প নগরী হিসাবে পরিচিত লাভ করেছে। গত ২০ বছরে আসনটিকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে।আর এসব উন্নয়ন কর্মকান্ড বর্তমান সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদারের হাত ধরেই হয়েছে।
জানা গেছে, দ্বাদ্বশ সংসদ নির্বাচনে মাগুরা-২ সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার সহ প্রার্থী রয়েছে আরো পাঁচজন। অপর প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মো. মুরাদ হোসেন(লাঙ্গল), তৃণমূল বিএনপির মোঃ আখিদুল ইসলাম (সোনালী আঁশ), জাকের পার্টি মোঃ আলী হায়দার(গোলাপ ফুল) এবং বাংলাদেশ কংগ্রেস এ্যাড, কাজী মোঃ রেজাউল ইসলাম (ডাব)ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মীদের মাঠে দিন-রাত প্রচার-প্রচারণায় দেখা গেলেও অপর পাঁচ প্রার্থীর মধ্যে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের সমার্থকরা থেমে নেই প্রচার প্রচারণায়। এদিকে আওয়ামী লীগের নৌকার পোস্টার জাতীয় পাটির লাঙ্গল কংগ্রেসের ডাব তিন প্রতীক ছাড়া চোখে পড়ছে না অন্য প্রার্থীদের প্রতিক। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ-সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিন-রাত দলীয় নেতাকর্মীদের নিয়ে দুই উপজেলা সহ চার ইউনিয়ন চষে বেড়াচ্ছেন তিনি। অন্য পাচঁ প্রার্থীদের মধ্যে জাতীয় পাটির প্রার্থী মোঃমুরাদ হোসেন প্রতিদ্ধীতায় নির্বাচনী মাঠে নৌকার সাথে তুমুলভাবে লড়াইয়ে রয়েছেন। বাকী চার প্রার্থীদের ভোটাররা চিনতে না পারায় তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ তাদের নেই কোন প্রচার-প্রচারণা। তারা ভোটের মাঠে না থাকায় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছে দু'টি দল।
জাতীয় পার্টির প্রার্থী মোঃ মুরাদ হোসেনের নেতা-কর্মীরা জানান, আমাদের লাঙ্গলের অনেক রিজার্ভ ভোট রয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে আমরা ভোটে জয়ী হবো এলাকাবাসীর স্বার্থে যা যা করা প্রয়োজন সবই করবে আমাদের প্রার্থী।আসনটি মাগুরা-২ রয়েছে দুটি উপজেলা শালিখা -মহম্মদপুর ১৯টি ইউনিয়ন ও দুটি থানা মোট ভোটার সংখ্যা-৩(তিন) লাখ ৪(চার)হাজার ৯৪জন(২০১৮)।
শালিখা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১(এক) লাখ ৩(তিন) হাজার ৬৫৮(ছয়শত) আট্টান্ন জন। এর মধ্যে মুসলিম ভোটার ১(এক) লাখ ১৯ হাজার ৭৫৮জন এবং হিন্দু ভোটার ৪৩ হাজার ৮৮১ জন, খিষ্টান ভোটার ১৯জন।
অপরদিকে,মহম্মপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ (দুই) লাখ ৭ হাজার ৯০৫ জন। এর মধ্যে মুসলিম ১ লাখ ৮৬হাজার ৬৭২ জন, হিন্দু ভোটার ২১ হাজার ১৪২ জন এবং খিষ্টান ভোটার ০৬ জন অনান্য ৮৫জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha