পনের বছরে নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বিদুৎয়ান, নদী ড্রেজিং, পাঠাগার প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিতদেরসহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন করেছি। ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। আগমীতেও এই সুযোগ-সুবিধা গুলো আরও বাড়বে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানিয়ে এসব কথা বলেন রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে আ’লীগ দলীয় প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি।
শুক্রবার(২৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর বাঘা উপজেলার খায়েরহাট মধ্যপাড়া গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলামের বাড়ি সংলগ্ন নারীদের উঠান বৈঠকে তিনি আরো বলেন, বিগত নির্বাচনে ৩বার নির্বাচিত হয়ে দু’বার প্রতিমন্ত্রী হয়েছি। কর্মসংস্থানের জন্য উপজেলার ছাতারি গ্রামে প্রশিক্ষন কেন্দ্র করা হয়েছে। সেখানে খরচ ছাড়াই ৪ হাজার মা-বোনেরা প্রশিক্ষন নিয়েছে। এতে তাদের কর্মসংস্থান হয়েছে।
আগামীতে নির্বাচিত হলে-কম্পিউটার ট্রেনিং সেন্টার করা হবে। এছাড়াও নির্বাচনী যে সব এলাকায় জলাবদ্ধতা ও টিউবওয়েলে পানি উঠে না, সেগুলো নিরসনে কাজ করা হবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন ।
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, গড়গড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান, সাধারন সম্পাদক ও গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইনলাম, রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুল হালিম মোল্লা, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সামসুজ্জোহা সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।