আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ১:৪৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:৪৯ পি.এম
মাগুরা ডিসি কার্যালয়ের দুই স্টাফকে মাস সেরা স্টাফ হিসেবে স্বীকৃতি ও পুরস্কার প্রদান
জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন স্টাফকে মাস সেরা স্টাফ হিসেবে স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদের হাট এ অনুষ্ঠিত মাসিক স্টাফ সমন্বয় সভায় মাস সেরা স্টাফদ্বয়ের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
মাস সেরা স্টাফদ্বয় হলেন, জনাব মো: শেখ ফরিদ। তিনি ৩১ ডিসেম্বর,১৯৯৩ তারিখে মাগুরা জেলার সদর উপজেলার আঠারখাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা: মৃত আবুল কালাম বিশ্বাস, মাতা: খালেদা পারভীন। তিনি ১৮ জুন, ২০১৭ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন, শুরুতে তিনি উপজেলা ভূমি অফিস শ্রীপুর মাগুরায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শ্রীপুর জুডিশিয়াল মুন্সিখানা শাখা, রাজস্ব মুন্সিখানা শাখা শিক্ষা ও কল্যাণ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা ভূমি অফিস শ্রীপুর মাগুরায় প্রেষণে ভূমি অধিগ্রহণ শাখা জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা কর্মরত আছেন।
এ ছাড়া ও জনাব বিকাশ চন্দ্র গয়ালী, তিনি ০৫ জুলাই ১৯৮৪ তারিখে মাগুরা জেলার সদর উপজেলার কাটাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা: মৃত বিনোদ চন্দ্র গয়ালী, মাতা: পারুল রানী গয়ালী। তিনি ২৮ জুন ২০০৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে মালি পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি মাগুরা সার্কিট হাউজে দায়িত্ব পালন করেন। তিনি ১৭ বছর কর্মজীবনের ১৩ বছরই মাগুরা সার্কিট হাউজে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় (প্রেষণে) কর্মরত আছেন।
মাস সেরা স্টাফ নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও তাদের হাতে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক। কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ছবি ও কাজের সংক্ষিপ্ত বিবরণ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রদর্শনী বোর্ডে মাসব্যাপী প্রদর্শন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha