আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:৪৩ পি.এম
রাজাপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকাল ১১টায় এ কর্মসূচী পালিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সেশন পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার আহসান কবীর।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রোগ্রামার জাহাঙ্গির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, প্রেসক্লাব সভাপতি এনামুল হোসেন খান, সাংবাদিক মাইনুল হক লিপু, সাইদুল ইসলাম প্রমুখ ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha