বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যাক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তিনি কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ছিলেন।
সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। তার ভাই নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সেই কারণে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোন প্রার্থীর পক্ষ নেওয়ার ঘোষণা দেননি।
এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ’র সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বিতা করছেন কুষ্টিয়া-২ আসনে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha