নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে বোয়ালমারী উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনি ক্যাম্পে বা প্রতীকে আলোকসজ্জা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার শিবপুর রেলগেটে নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাম্পে আলোকসজ্জা করা হয়েছে, এ কারণে প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবারের নির্বাচনে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলায় প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশনের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৬ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আলোচিত সাংবাদিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফরসহ জাতীয় পার্টি, জাকের পার্টি ও সুপ্রিম পার্টির ৩ প্রার্থী রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha