আজকের তারিখ : মে ১৮, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:৩৯ পি.এম
ময়মনসিংহে ১৩ হাজার পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যা এ যাবতকালের মাঝে সেরা অভিযান বলে নগরবাসী দাবি করেছেন। এ অভিযানে ইয়াবা ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ও ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান পরিচালনা হয়। নগরীর ভাটি বাড়েরায় ক্রাউন ডিলাক্স নামীয় বাসে এই অভিযান হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে ভাটি বাড়েরায় একটি বাসের ভিতর অভিযান চালিয়ে বাসে থাকা যাত্রী রুমা আক্তারকে ৯ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। রুমার বাড়ি চাদপুুর জেলায়। এ সময় অপর মাদক ব্যবসায়ী শিরিনা বেগমকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল সহ গ্রেফতার করে। তার বাড়ি কুমিল্লা জেলায়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha