এটা আমার নিজের ইউনিয়ন, এটা আমার বাবার ইউনিয়ন, আপনাদের সবার কাছে অনুরোধ অন্যান্য বারের চেয়ে এবার নৌকা মার্কায় বেশি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখবেন।
মাগুরা শ্রীপুরের সব্দালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২৩) বিকালে নির্বাচনী প্রচারণায় গিয়ে এসব কথা বলেন মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।
বক্তব্য শেষে শিশুদের মাঝে সাকিবের অটোগ্রাফ সম্বলিত টেনিস বল ছুড়ে দৃষ্টি আর্কশন করেন।
এ সময় সমাবেশে উপস্থিত সকলকে দুহাত তুলে নৌকায় বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ওয়াদাবদ্ধ করান।
সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মাগুরা ১ আসনের সংসদ সাইফুজ্জামান শিখর। এসময় পথসভায় জেলা আওয়ামীলীগ, শ্রীপুর উপজেলা আওয়ামিলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111