ফরিদপুরের আলফাডাঙ্গায় মহিরুন্নেছা ছানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক শীব বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের মহিরুন্নেছা ফাউন্ডেশনের কার্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ ও প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পবনবেগ হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানা, হেলেঞ্চাহাটি মাদ্রাসা অসহায় শিক্ষাথীসহ হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।