আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২১, ১১:৪২ পি.এম
চাটমোহরে ক্ষতিকর পোকা দমনে জমিতে আলোক ফাঁদের ব্যবহার

সোমবার সন্ধায় চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকের মথুরাপুর গ্রামে সমলয়ে বোরো ধান চাষের মাঠে আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ধানের জমিতে উপকারী এবং অপকারী পোকার উপস্থিতি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহনে কৃষকদের পরামর্শ প্রদান করতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। আলোক ফাঁদে আসা ক্ষতিকর ও উপকারী পোকা কৃষকের চিনিয়ে দিয়ে কি ব্যবস্থাপনা গ্রহন করতে সে বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিস ।
কৃষক ইউসুফ আলী বলেন, ধানের জমিতে পোকার উপস্থিতি জানতে কয়েক বছর ধরে ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগীতায় আলোক ফাঁদ করি। এতে করে আমরা ধানের জমিতে কোন পোকার আক্রমন আছে সেটা নিশ্চিত হয়ে কীটনাশক স্প্রে করি। যার ফলে আমাদের কীটনাশক বাবদ খরচ কম গেছে ।
এ ব্যপারে চাটমোহর উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান জানান, "ফসলের জমিতে উপস্থিত সকল পোকায় ক্ষতিকর নয়। আলোক ফাঁদে উপস্থিত পোকা দেখে কৃষকদের জানানো হয় মাঠে কি ধরনের পোকা রয়েছে এবং তার জন্য কি দমন ব্যবস্থাপনা গ্রহন করতে হবে। এতে করে এলোপাথারী কীটনাশক প্রয়োগে পরিবেশ দূষণরোধ এবং উৎপাদন খরচ কমানো সম্ভব।
উল্লেখ্য, পোকার উপস্থিতি শনাক্তকরণের এ পদ্ধতি চাটমোহরের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha