আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৫, ২০২৩, ৩:৩৪ পি.এম
ফরিদপুর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উৎসব পালিত

ফরিদপুরে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার এবং আজ সোমবার বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়।
গতকাল রবিবার রাতে শহরের ব্যাপ্টিস্টচার্চ এ মনোরম আলোকসজ্জা, ধর্মীয় অনুষ্ঠান শিশুদের মধ্যে চকলেট বিতরণ, এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় শান্তা ক্লজ শিশুদেরকে উপহার বিতরণ করেন।
এছাড়া সন্ধ্যায় খ্রিস্টান মিশনের কবরস্থানে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এখানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, প্রভাত ফেরী এবং দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এছাড়া বড়দিন উপলক্ষে তারা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য ফরিদপুর সদর থানার মোট সাত টি চার্চে এবছর বড়দিনের উৎসব পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha