রাজশাহীর বাঘায় আম বাগানের একটি গাছ থেকে অজ্ঞাত একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আমবাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আত্নহত্যার বিষয়ে কেউ কিছুই বলতে পারছেনা। স্থানীয়দের ভাষ্য, সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে দোকানে চেয়ে খাচ্ছিল।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনে সাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথার কালো চুলগুলো এলোমেলো ছিল।
এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মালমলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫