আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:১৩ পি.এম
আপনারা স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দিবেনঃ -মাশরাফি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি আবারো নড়াইলের ২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।
নড়াইলের এই কৃতি সন্তান পায়ের সমস্যার কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষে পদ্মা এবং মধুমতি সেতু পাড়ি দিয়ে সড়ক পথে নড়াইলে আসেন। রোববার(২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় তার নড়াইলে পৌছানোর কথা ছিল।
কিন্তু নড়াইল শহরে পৌছানোর আগে তিনি টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধান্জলীসহ কবর জিয়ারত করেন। পরে ঢাকা-কোলকাতা ভায়া নড়াইল সড়কের নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন। এ সময় জনতার ঢল নামে। মহাসড়কে দেখা দেয় যানজট। পুলিশের পাশাপাশি যানজট নিরসনে এক পর্যায়ে মাশরাফি নিজেই ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা যায়। মাশরাফির আগমনে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
লোহাগড়া থেকে নড়াইল শহরের দূরত্ব ২৫ কিলোমিটার। এই সড়ক অতিক্রম করতে মাশরাফির প্রায় ৪ ঘন্টা সময় লেগে যায়।
নড়াইলে পৌছে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধান্জলী প্রদান করে নির্বাচনী প্রচারণা শুরু করেন । মহাসড়ক সংলগ্ন পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। বিগত দিনে যেমন আপনারা আমাকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সুযোগ করে দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আমার কাজে তুষ্ট হয়ে আবারো নৌকা প্রতীক দিয়েছেন। আমি আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ পেয়েছি।স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha