আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৪, ২০২৩, ১:৩৯ পি.এম
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নির্বাচনী গণ সংযোগ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী শামীম হকের নির্বাচনী গণসংযোগ আজ রবিবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি লক্ষ্মীপুর স্টেশন রোড, টেপাখোলা , বেলতলা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এরপর তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আগামী ৭ তারিখে ফরিদপুর সদর ৩ আসনে নৌকা প্রতীক জয়লাভ করবে। এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। তিনি দেশের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হলে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেবার আহ্বান জানান।
এরপর বেলা একটার দিকে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে গণসংযোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha