ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের (৪৮ তম) ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। প্রধান ও বিশেষ অতিথিরা একযোগে ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের সূচনা করেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি মৌসুমে ৫০ কার্যদিবসে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬.২৫ শতাংশ চিনি আহরণ করে ৩ হাজার ১শত ২৫ মেট্রিন টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর রোপন লক্ষমাত্রা ছিল ৫হাজার ৫শ একর এবং ২হাজার ৫শ একর জমি চাষের আওতায় আনা হয়েছে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুলুল্লাহ এর সভাপতিত্বে কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি সদর দপ্তরের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম এসডিসি।
বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের অপারেটিং ডিরেক্টর ফসুমি চৌধুরি রুহুল আমিন,মধুখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম,সাবেক শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া,সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, ফচিকের মহাব্যবস্থাপক (কৃষি) মোঃ আনিসুজ্জামান ও প্রবীন আখচাষী হাজী মোঃ মোতালেব হোসেন ফকির প্রমূখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ আখ রোপন কারী মাঝকান্দি কেন্দ্রের মিহির কুমার বসু কানাইপুর কেন্দ্রের আখচাষি আবুল কাশেম শেখকে পুরুষ্কার নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসের।
১৯৭৪ সালে বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকল লিমিটেড। চিনি উৎপাদন কারখানা, বৃহৎ এ শিল্প কমপ্লেক্সে চিনি কারখানাটি দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছিল। তবে সরকারিভাবে চিনির মূল্যবৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কারখানাটি। এছাড়া মিলস হাউজে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি আধুনিকায়নের কাজ চলছে। এতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে।
গতবছর (২০২২-২৩ মাড়াই মৌসুম) ৫০ মাড়াই দিবসে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে প্রায় ৩ হাজার ১শ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha