আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২৩, ৬:৫৩ পি.এম
ফরিদপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিকলীগের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গোলাম মোঃ নাসিরের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কৈজুরী ইউনিয়নের ক্লাব বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সমর্থনে এ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা
শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, কোতোয়ালি থানা শ্রমিকলীগের সদস্য সচিব মাহফুজুর রহমান,পৌর শ্রমিকলীগের সদস্য সচিব, মাসুদুর রহমান এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী সভায় বক্তারা বলেন যে, ফরিদপুর -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম হকের বিরুদ্ধে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রই সফল হবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসনের ভোটাররা শামীম হকের পক্ষেই রায় দেবে। কোন মৌসুমী ব্যবসায়ীকে জনগন ভোট দেবে না।
বক্তারা বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশে যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা মানুষের মাঝে তুলে ধরে উন্নয়নের এই মহাযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে নৌকার পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha