আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২৩, ৫:১৬ পি.এম
আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত-১৫

আমতলী-পটুয়াখালী মহাসড়কের উরশিতলা নামক স্থানে বৃহস্পতিবার বিকেল ৩টার সময় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত ২ ও ১৫ যাত্রী আহত হয়েছে। আহতরা আমতলীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, (২১ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টার সময় আমতলী চৌরস্তা থেকে বিসমিল্লাহ (ঢাকা মেট্ট্রো-ব-১১-৩৮৮৪) নামে একটি বাস যাত্রী বোঝাই করে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি উরশিতলা বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে উল্টে পরে বাসের হেলপার আফজাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছে।
আহতরা হল তহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ও ফারজিন কবির শিফা (১৬) ৮ জনের নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। তারা পটুয়াখা এবং স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha