রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফ্যামিলি কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
জানা যায়, সরিষা ইউপিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা ১হাজার ৩৬২। টিসিবির কার্ড দেখে প্রত্যেক কার্ডধারীকে ১২০ টাকায় ২ কেজি মসুর ডাল, ২শত টাকায় ২ লিটার সয়াবিন তেল ও ১৫০ টাকায় ৫ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, সরিষা ইউপির দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান শেখ, টিসিবির ডিলারসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সরিষা ইউপির দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কার্ডধারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন। সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রমে সরিষা ইউপির চেয়ারম্যান-মেম্বার ও গ্রাম পুলিশ সহযোগিতা করছে। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম যথাযথভাবে মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha