আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:৫৩ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২৩, ৩:৪৭ পি.এম
সদরপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুর সদরপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলানাথ সাহা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রাহাত।
সদরপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ব্যালট ভোটের মাধ্যমে সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের দুই বছর মেয়াদি (২০২৩-২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সদরপুর শিল্পকলা একাডেমি হলরুমে আজ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল তিনটা ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
এবারের নির্বাচনে ৫৯ ভোটারের শতভাগ ভোটার প্রদান করেছেন। সভাপতি পদে ভোলানাথ সাহা ( আনারস প্রতীক) ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবনাথ সাহা (চেয়ার প্রতীক) পেয়েছেন ৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোঃ আসাদুজ্জামান (রাহাত) ( মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী কামরুল হাসান ( সিংহ প্রতীক) পেয়েছেন ১২ ভোট।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ সিরাজ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ মিন্টু , কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার মন্ডল ও কার্যকরী সদস্য পদে এনামুল ইসলাম।
নির্বাচন কমিশনার ছিলেন মোঃ ওমর আলী শিকদার, মোঃ শাহাদাৎ হোসেন, ফিরোজ মাহমুদ ও মোঃ জাহিদ তালুকদার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha