কুষ্টিয়ার ভেড়ামারায় কে.বি ফাউন্ডেশন-৯৮ এর উদ্দ্যোগে গত মঙ্গলবার রাত্রী ৮টা থেকে ১২টা পর্যন্ত এতিম-অসহায়, বিধবা, অস্বচ্ছল এমন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ পৌছে দেয়।
সংগঠনটি উপজেলার ধরমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্যে উল্লেখযোগ্য সাতবাড়ীয়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর, সোনালী ফ্যাক্টরীপাড়া, ভাঙ্গাপুল ও সাতবাড়ীয়া বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন গ্রামের এতিম, অসহায়, রোগাক্রান্ত পরিবার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করেছে এবং সহযোগীতার কার্যক্রম অব্যাহত রেখেছে।
উক্ত সংগঠনের পরিচালক আসানুল ইসলাম বাবু জানান, ইতিপূর্বে ৩২টি পরিবার এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা প্রদান করা সম্ভব হয়েছে। আমরা প্রথমে কয়েকজন বন্ধু মিলে সংগঠনটির পথ চলা শুরু করি।
পরে আমাদের সংগঠনটিকে সহযোগিতা করতে এগিয়ে আসে উপজেলার সএসসি ৯৮ ব্যাচের সকল বন্ধু ও বান্ধবি। উক্ত সংগঠনের অনেকেই প্রবাশী, তারা স্ব-ইচ্ছায় এগিয়ে আসে। ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে কে.বি ফাউন্ডেশন-৯৮ সংগঠনটি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha