ইতালিতে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা ও কৃষ্টি সংস্কৃতি জানাতে রোমের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতন ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। এছাড়াও অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ সমিতি ইতালির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম।
রাষ্ট্রদূত বলেন, মুক্তিযুদ্ধ এবং বাংলার গৌরবজ্জ্বল ইতিহাস সম্পর্কে শিশুদের জানানোর মত মহৎ কাজ করে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান, যা সত্যিই প্রশংসার দাবী রাখে।
এছাড়াও দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সহ ইতালিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক এবং বাংলা কমিউনিটির লিটন হাজারী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা অতসী সাহা'র পরিচালনায় এবং শিক্ষিকার রেশমা ফারিয়া ও আসমা আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় ১ম সাময়িক পরীক্ষার ফলাফল এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান সহ ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha