কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ডা. সরদার মুস্তানজীদ লোটাস কেতলি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ মোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ ইগল প্রতীক, জাতীয় পার্টির শহীদুল ইসলাম ফারুকী লাঙল প্রতীক, বিএনএম এর আরিফুর রহমান নোঙর প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর বাবুল আক্তার চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।