আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ২:০৫ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৬, ২০২১, ৪:০২ পি.এম
বোয়ালমারীতে বাড়িঘর ভাংচুর মামলায় চেয়ারম্যান-মেম্বার গ্রেপ্তার
বাড়িঘর ভাংচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধরের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজনকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে বোয়ালমারী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, ময়না ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াড়ী গ্রামের বাসিন্দা নবীর হোসেন চুন্নু(৫০) ও ময়না ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল মোল্যার (৪৫) নেতৃত্বে তাদের প্রতিপক্ষ বানিয়াড়ী গ্রামের পান্নু শেখ, নওশের শেখসহ ৬টি বসতবাড়িতে ভাংচুর চালিয়ে তাদের লোকজনদের মারধর করে।
এ ঘটনায় রবিবার পান্নু শেখ বাদি হয়ে নবীর হোসেন চুন্নুকে ১ নম্বর ও মো. জামাল মোল্লাকে ২ নম্বর আসামি করে ২৫ জনের নামে মারামারি ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩। মামলার আসামি নবীর হোসেন চুন্নু ও জামাল মোল্যাকে রবিবার বোয়ালমারী পৌরবাজার থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গতকাল সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক আক্কাচ আলী বলেন, বাড়ি ঘরে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মারামারি ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বানিয়াড়ী গ্রামে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। চেষ্টা করেছিলাম মিমাংসা করে দেওয়ার শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha